হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়কের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম জয় :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও ঢাকায় ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও মেয়র প্রার্থী হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে রবিবার (৬ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বালুর মাঠ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে মৌলবা‌দীরা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। অবিলম্বে মামুনুল হকসহ ভাস্কর্য বিরোধীতাকারীদের গ্রেফতারের দাবি জানান যুবলীগ নেতারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আলী আশ্রাফ দুলাল।

ওই সময় উপজেলা আওয়ামলীগেন যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু সমীর লাল দত্ত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. আবু তালেব লিটন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্য ভ্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মিলন, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. শফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিজি, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মো. জনি চৌধুরী জসিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ মোহন গাজী, উপজেলা যুবলীগ নেতা আবু বকর ছিদ্দিক সোহাগ, পৌর যুবলীগের সদস্য মহিবুর রহমান খোকন, হাসান গাজী, সরোয়ার হোসেন রনি, মোস্তাফিজুর রহমান সুজন, মো. মানিক মজুমদার, রাশেদ আলম, আজিম মজুমদার, জসিম তপাদার, লিটন তালুকদার, চঞ্চল সাহা, আরিফ মুন্সী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মমিন, আবু আল মাসুদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন অধিকারী, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিজি, ওয়ার্ড যুবলীগের সভাপতি নন্দু দুলাল দাস, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম, ইকবাল গাজী,ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মহন মজুমদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমাম হাসান বাবলু, সাধারণ সম্পাদক মিলন গাজী, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়াছিন বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মহসিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.মনির হোসেন কাজী, সাধারণ সম্পাদক মো. সোহাগ কাজী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাসুদ রানা, ওয়ার্ড যুবলীগের সভাপতিরহাবিবুন নবী সোহেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম মিজি, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জসিম, যুবলীগ নেতা সোহরাব, মাইকেল, আল-আমিন, মাইনুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৮:২৪ পিএম

০৬ নভেম্বর ২০২০ খ্রি. ২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার