পঞ্চগড়ে বসেছিল কবি সাহিত্যিক গুণীজনদের মিলন মেলা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
শীতের এক শীতল পরশে হিমালয় কন্যা খেতপঞ্চগড়ে হয়ে গেল কবি সাহিত্যিক ও গুণীজনদের এক মিলন মেলা। “হিমালয় পলিটেকনিক ইনস্টিটিউট” চত্বরে বসেছিল জমকালো এ মিলন মেলা।
পঞ্চগড়ের বোদা উপজেলাধীন “হিমালয় পলিটেকনিক ইনস্টিটিউট” চত্বরে ২৮ ডিসেম্বর (সোমবার) দিন ব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। কবি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে “হিমালয় পলিটেকনিক ইনস্টিটিউট” এর সবুজ চত্বর। মনোরম পরিবেশ বেষ্টিত কলেজটিতে যেন এক নতুন মাত্রা যোগ হয়েছিল। কবিতা আবৃত্তি, সাহিত্যের নানান দিক এবং স্মৃতিচারণ করতে করতে কেটে যায় শীতের এই হিমশীতল দিনটি।
শীতের উষ্ণতা ছরাতে স্ব-স্ব ক্ষেত্রে সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠিত গুণীজনরা শত কর্মব্যস্ততাকে পিছনে ফেলে একত্রীত হয়েছিল মিলন মেলায়। নারীর টানে, প্রাণের টানে সকলে আজ একত্রিত হয়ে একে অপরের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে গেল। ইট পাথরের জনজাল থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসে একত্রিত হওয়ার এক খুদ্র প্রয়াশ এটি।
প্রবীণ সাংবাদিক মোঃ মাজহারু ইসলেমের অক্লান্ত প্রচেষ্টায় এবং “হিমালয় পলিটেকনিক ইনস্টিটিউট” এর অধ্যক্ষ মহদয়ের সহযোগীতায় বোদা হাইস্কুলের প্রাক্তন কিছু ছাত্রের মিলন মেলা ও পিকনিকের আয়োজন। উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, গীতিকার অধ্যাপক মোঃ আনারুল ইসলাম, লেখক প্রকৌশলী শামসুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত প্রধান প্রকৌশলী
হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, শিক্ষাবিদ দীগেন ঘোষ, শিক্ষাবিদ কামরুজ্জামান রুবেল, শিক্ষাবিদ জ্যাতিশ বর্মন, এনজিও ব্যক্তিত্ব মোঃ শফিকুল আলম দোলোন, ব্যবসায়ী বিমল রায়, সাবেক ফুটবল খেলোয়ার ও ক্রীড়া সংগঠক কামাল হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ এমরান আল আমিন, অধ্যাপক মনিশংকর দাস গুপ্ত, কবি সাহিত্যিক ও নাট্যকার শিক্ষাবিদ এ এইচ এম সাইফুল ইসলাম সোহাগ, ব্যাংকার সালাউদ্দীন আহামেদ্দ, ব্যাংকার কহিনূর আলম, শিক্ষাবিদ ও সাংবাদিক এন এ রবিউল হাসান লিটন, প্রকৌশলী কবি শাহ আলম, শিক্ষক মোতালেব হোসেন, আকাশ ও শিলন প্রমুখ।
অনুষ্ঠানটি কিছুটা ম্লান হয়ে যায় অনুষ্ঠানের মধ্যমনি কবি সাহিত্যক নাট্য ব্যক্তিত্ব প্রকৌশলী মাজেদুল ইসলাম বাবুলের অনুপস্থিতি। নিকট আত্মিয়ের মৃত্যুতে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তাঁর অনুপস্থিতি সকলকে ব্যথিত করেছে।
পড়ন্ত বিকেলে ফটোসেসন ও চা বাগান পরির্দশনের মধ্যদিয়ে এক নতুন সম্ভাবনার হাতছানিতে মিলন মেলার পরিসমাপ্তি।