পঞ্চগড়ে শীতার্তদের পাসে দাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করলো বেরোবি’র ছাত্র-ছাত্রীরা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
মানব সেবার ব্রত নিয়ে শীতার্তদের পাসে দাড়িয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির এক ঝাঁক ছাত্র-ছাত্রী।
নিজেদের পড়ার খরচ বাঁচিয়ে এবং বিত্তবানদের সাহায্য সহযোগীতা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে পঞ্চগড়ের পাঁচ উপজেলার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছে তারা।
পঞ্চগড় সদর উপজেলাসহ পাঁচ উপজেলায় প্রায় ৩০০ শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার রাজনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১২০ জন অসহায় শীতার্ত মানুষের হাতে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওয়ারেস, বেরোবি’র পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র রায়, সদস্য মনিরুজ্জামান মিঠুন, জান্নাতুন নেহার, হুজ্জাতুল ইসলাম আরিফ, সোলেমান আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি জানায়, “আমরা সংগঠনের সদস্যরা পঞ্চগড়ের অসহায় শীতার্ত মানুষদের পাশে দাড়াতে পেরে ভীষণ খুশি। আগামীতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে”।