বিশ্ব হাতের লেখা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী

নিজস্ব প্রতিনিধি :

বিশ্ব হাতের লেখা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী করেছে হ্যান্ডরাইটিং এস্যোসিয়েশন অব বাংলাদেশ। সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সভা ও র‌্যালী করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপ-পরিক্ষা নিরন্ত্রক, সনদ লেখক খোরশেদ আলম ভুঁইয়া।

সভায় আরো বক্তব্য রাখেন সুন্দর হাতের লেখার সফল গবেষক আনিসুর রহমান নাঈম।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জের পেনকেচ হ্যান্ডরাইটিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক আল আমিন, প্রশিক্ষক ফরিদুল ইসলাম নিস্তার, দিলীপ কুমার অধিকারী, অহনা আক্তার শারমীন সহ  সুন্দর হাতের লেখা সংশ্লিষ্ট সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক, ক্যালিগ্রাফিস্ট, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভায় সংগঠনের সভাপতি খোরশেদ আলম বলেন, হাতের সুন্দর লেখায় মানুষের ব্যক্তিত্ব ফুটে উঠে। একজন শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর হলে পরিক্ষায় অধিক নম্ভর পাওয়া সহজ হয়। পেশাগত জীবণেও সুন্দর হাতের লেখার গুরুত্ব ব্যপক। তাই সকলের উচিৎ হাতের লেখার প্রতি বিশেষ যত্নবান হওয়া।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাতের লেখার শিক্ষকের পদ তৈরি করে সুন্দর হাতের লেখাকে সিলেবাসে নতুন একটি বিষয় হিসেবে অর্ন্তভুক্ত করা প্রয়োজন।