ঢাকার দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে দোহার উপজেলার চর জয়পাড়া তরুণ সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২২ শে জানুয়ারি সোমবার চর জয়পাড়া এলাকায় জার্মান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার পুত্র নাঈম মিয়া রনি এ টুনার্মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে জার্মান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন- দোহারের কাঠালীঘাটা গ্রামের কৃতি সন্তান ও জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।

খেলায় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দোহার পৌরসভা কাউন্সিলর মো. আলমাছ উদ্দিন, প্রবীন আওয়ামীলীগ নেতা শওকত আলী খাঁন, সিরাজ কাজী, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ চোকদার, সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবির, সাবেক যুবলীগ নেতা আবুল কালাম, আবুল কাজী, শেখ শহিদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও অন্যান্য খেলোয়ারদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন- সোহেল খান, আল-আমিন, আল-মামুন, নাহিদ, ইমন শেখ, নাজমুল, নেছার, নাঈম, শাকিব কাজী, কাওসার, রায়হান, ফয়সাল, শেখ অন্তর, আরিফ, জুয়েল, মিরাজ, জনিসহ আরো অনেকে।