পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে সুফিয়া বেগম সখি (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

২০ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমপুখুরী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানিয় সূত্রে জানা জায়, জমি নিয়ে সংঘর্ষের সময় ঐ গ্রামের তবিবুল ইসলাম সহ তার ৩ ছেলে লুৎফর, লতিব, হারুন এবং তরিকুল আলম এর ছেলে আফজাল গং কামরুজামান কমরেড এর স্ত্রী সুফিয়া বেগমকে ঘটনাস্থলে পিটিয়ে হত্যা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে সুফিয়ার স্বামী ও মেয়ে আহত হয়। তাদের বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোদা থানার পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে পঞ্চগড় মর্গে প্রেরণ করছেন। এ ব্যাপারে নিহতের স্বামী কামরুজামান তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে বোদা থানায় ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী প্রিয় সময়কে জানান, জমি নিয়ে সংঘর্ষে এক নারী নিহত হবার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আফজাল হোসেন নামের এক আসামীকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।