মতলবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনই সংঘর্ষ, আহত ৬

 

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি:

মতলব পৌর নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন পৌরসভা নির্বাচনের প্রতিক নিয়ে এলাকায় মিছিলসহ অবস্থান করে আ”লীগের দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহা ও ওয়ার্ড আ”লীগের সভাপতি এবং কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ দেওয়ান ।

বিকেল ৩ টার সময়ে উভয় পক্ষ ওই এলাকায় এলে কর্মী- সমর্থকদের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে দু’ পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে । এ সময় পিন্টু সাহার বড় ভাই মদন সাহা (৪৫), আমিন উল্লা কাজীর ছেলে ডালিম (২৯), হাকিল জামাদ্দারের ছেলে আবুল কালাম (৪০), আবু সাঈদ দেওয়ানের ছেলে নাসির দেওয়ান (২৮) ও তার ভগ্নি পতি রুস্তম আলী (৪৫), নজরুল দেওয়ানের ছেলে সাব্বির (১৮) গুরতর আহত হয়।

আহত ৬ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাদের মধ্যে মদন সাহা, ডালিম ও নাছিরকে ভর্তি দেয়। পৌরসভার নির্বাচনে পিন্টু সাহা ( উটপাখি) প্রতীক ও আবু সাইদ দেওয়ান ( পাঞ্জাবি) প্রতীক নিয়ে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহা বলেন, আমাদের হরিসভা মন্দিরে কিত্তন চলছে। আমরা কয়েক জন মোড়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ আবু সাঈদ দেওয়ানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায় ।

অন্যদিকে আরেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান বলেন, পিন্টু সাহার লোকজন পুর্ব পরিকল্পিত ভাবে আমার সমর্থকদের উপর হামলা চালায়।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি।