খুলনায় মুক্তির লড়াই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খুলনা প্রতিনিধি : কুমিল্লার সুনামধন্য পত্রিকা মুক্তির লড়াই এর জন্ম হয়েছিল ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি। গুটি গুটি পায়ে চলতে চলতে ১৯ টি বছর পার করে আজ ২০ বছরে পদার্পন করেছে।

মুক্তির লড়াই পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মুক্তির লড়ায়ের খুলনা জেলা প্রতিনিধি নাহিদ জামান, রূপসা উপজেলা সদরে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আদর্শ এক পরিবার এবং কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৯৫ সালে এস এস সি পাস কৃত ব্যাচ ৯৫ সংগঠন মিলে ১৮ ফেব্রুয়ারি খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ডাঃ বিক্রম নন্দির চেম্বারে রাত ৯ টায় কেক কাটা ও আলোচনার মধ্যে দিয়ে মুক্তির লড়াই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মুক্তির লড়াই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় উপস্থিত ছিলেন আদর্শ এক পরিবারের সহ সভাপতি মোঃ আরিফ শেখ, মিলন মোল্লা, সোমনাথ ধর, ইলিয়াস হারা, মোঃ বাইজিদ হোসেন, ব্যাচ ৯৫ জহিরুল হক শারাদ, নাহিদুজ্জামান, শেখ ইফতিকার আহম্মেদ, আসাদুর রহমান পাইক, ডাঃ বিক্রমজিৎ নন্দী, আরিফুর রহমান টিটু, সমর কুমার দাস, সৈয়দ শাহিনুর রহমান , সুমানধন্য কোম্পানি আরএফএল ও প্রান গ্রুপের ভারতে নিযুক্ত এজিএম মোঃবাবুল আক্তার প্রমুখ।