‘দেশে যখন কোনো ভ্রমণকারী ভ্রমণ করে যায় তখন তারা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে’

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি:  দোহার উপজেলায় যথাযােগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রােববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোহার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও দোহার থানা পুলিশ।

রােববার (৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ইতিহাসের এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানানাে হয়। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবা দের স্মরণে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মােনাজাত করা হয়। এরপর মুজিব বর্ষে ১ম বার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীর মুক্তিযােদ্ধা সমাবেশ ও আলােচনা সভা এবং কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক ৭ মার্চের আনুষ্ঠানিকতায় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাে. আলমগীর হােসেন, উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম ফিরােজ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাে. জসিম উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযােদ্ধা মােহাম্মদ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খােকন শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, আওলাদ হােসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সদস্য আব্দুস সালাম খান, আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাে. আলমাছ উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে. মােস্তফা কামাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

আলােচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চের মহান ভাষণ ছিল আমাদের বাঙালি জাতির জেগে উঠার ও মুক্তির চুড়ান্ত সনদ। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভাষণ সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বজ্ৰতুল্য ঘােষণা , বর্তমান সময়েও আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে চলেছে। বঙ্গবন্ধু আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন- তার

দেখানাে পথেই আমরা গড়ে তুলবাে ‘সােনার বাংলা। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্সের ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান) লাখ লাখ জনতার উপস্থিতিতে এক ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরবর্তী সময়ে এই ভাষণ হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেসকোর আন্তর্জাতিক দলিলে স্থান লাভ করে।