মতলব উত্তর জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

হারুন অর রশিদ, মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি পালনে নানা রকম কর্মসূচী গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। এরপরে “৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা”-শ্লোগাণ সম্বলিত ব্যানার নিয়ে সকলকে সাথে নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাঠে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

এ সময় সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক ফাহমিদা আক্তার সহ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাকগণ উপস্থিত ছিলেন।