শিবচরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন : সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

রোমান শিকদার স্টাফ রিপোর্টার : শিবচরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্কুল কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা, আবৃত্তি, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

রবিবার (৭ মার্চ) শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টা থেকে তিন ঘন্টাব্যাপী স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে  অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আওলাদ হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভার সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন খান,শিবচর উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা ও শিবচর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ডা. মোঃ সেলিম।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাকিবুল হাসান, শিবচর থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃরফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।