৭ মার্চ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের ব্যাপক আয়োজন

ফরিদপুর প্রতিনিধি :

আজ ৭ মার্চ ২০২১ইং। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার জন্য বাংলার জনগণের উদ্দেশ্য এক ঐতিহাসিক ভাষণ দেন।তার ডাকে সারা দিয়ে বীর মুক্তিযোদ্ধারা রনাঙ্গনে ঝাপিয়ে পড়ে। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। আজ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন সারাদিন ব্যাপি ব্যাপক আয়োজন করে।

সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে সাইকেল রালির আয়োজন করে।সাইকেল রালি তে ফরিদপুরের তরুণ সমাজ অংশগ্রহণ করে।তারা বিভিন্ন পোষ্টারের মাধ্যমে মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরে।রালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে ফরিদপুর শহর ঘুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় এসে সমাপ্ত করে।

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আজ দুপুর ৩ ঘটিকায় মুজিববর্ষ মন্ঞ্জে ফরিদপুর জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার এবং সভাপতি হিসাবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীপক কুমার রায়।