প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন কমল পাটেকার

বিনোদন প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিলেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ফাইট ডিরেক্টর ও অভিনেতা কমল পাটেকার। আজ (১৩ মার্চ) রাজধানীর মিডফোর্ড হাসপাতালে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। ডোজ নেয়া শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।

এ প্রসঙ্গে কমল পাটেকার বলেন, ‘ আজ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। তেমন কোনো অসুবিধা বোধ করছি না। বিশেষ ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি বরাবরই শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী। তার সহযোগীতায় আমরা(চলচ্চিত্র শিল্পীরা) করোনার ভ্যাকসিন নিতে পেরেছি। দেশবাসীর কাছে আমার অনুরোধ, করোনা আতংক একেবারই শেষ হয়ে যায়নি। সকলে আমরা যদি সচেতন থাকি এবং করোনার বিধি নিষেধ মেনে চলি আসা করি আমরা সকলেই ভালো থাকবো।’

প্রসঙ্গত, আশির দশকে কমল পাটেকার চলচ্চিত্রে অভিষেক হয় একজন ফাইট ডিরেক্টর হিসেবে একই সঙ্গে অভিনয়ও শুরু করেন তিনি। এ যাবৎ দুই সহস্রাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ ও অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। চলচ্চিত্রগুলো এ বছরই মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।