কুমিল্লায় উদ্বোধন করা হয়েছে ‘পুলিশ জবাবদিহিতা দর্পণ’

মুজিব বর্ষ উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যোগ

জাহাঙ্গীর আলম ইমরুলম, কুমিল্লা ব্যুরো।। ১৬ মার্চ ২০২১
স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক পুলিশিং সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এক ব্যাতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগান এর মধ্য দিয়ে কুমিল্লায় উদ্বোধন করা হয়েছে “পুলিশ জবাবদিহিতা দর্পণ”। স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক পুলিশিং সেবা নিশ্চিত করার অংশ হিসেবে গতকাল দুপুরে জেলা পুলিশ লাইন্সে “পুলিশ জবাবদিহিতা দর্পণ” এর উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার।

এই দর্পণে কুমিল্লা জেলা পুলিশে দৈনন্দিন কর্মকান্ডের আপডেট প্রদর্শিত হবে। যাতে করে জনগণ পুলিশের কর্মকান্ড সম্পর্কে জানতে পারেন। এ সময় পুলিশ সুপার বলেন, জনগণের কাছে পুলিশের জবাবদিহিতা ও পুলিশের সকল সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ নাজমুল হাসান।

কুমিল্লায় জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে সহযোগিতা করেছে হালিমা টেলিকম।