দোহারে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

মাকসুমুল মুকিম , দোহার প্রতিনিধি :  ঢাকার দোহার উপজেলায় মাস্ক ব্যবহার না করার দায়ে উপজেলার মেঘুলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করে ৬ জন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন , ঘরের বাহিরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে জরিমানা করা করি এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছি।

অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।