বদলে গেল ফরিদপুর মেডিকেল কলেজ-হাসপাতালের নাম

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ করা হয়েছে। গত ৪ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এর আগে গত ১৪ মার্চ ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ’ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণের প্রস্তাব অনুমোদন দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এরপর গত ৪ এপ্রিল রাষ্ট্রপতির আদেশে এটি চূড়ান্ত হয়।

১৮ ফেব্রুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান কলেজ ও হাসপাতালের এ নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছে আবেদন করেন।