কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি :

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থার পর মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার রতনদিয়া বাজারের প্রধান সড়কে কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এর সঞ্চালণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় দৈনিক প্রথম আলো’র রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস, এশিয়ান টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি এসএম রাসেল কবীর, দৈনিক যায়যায়দিন’র পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, কালুখালী উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার, কালুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের বাণী এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, রাজবাড়ী কণ্ঠের পাংশা প্রতিনিধি এসকে সমীর পাল, দৈনিক গণকণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি শামিম আহমেদ, দৈনিক আমার সংবাদ’র পাংশা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ বার্তা এর কালুখালী প্রতিনিধি শাকিল আদনান এছাড়াও সাংবাদিক শাহিন রেজা, হাসমত মোল্লা, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হেলাল উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলাম এর হেনস্থার ও মিথ্যা মামলার প্রতিবাদ করে অতিদ্রুত তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট-১৯২৩ বাতিলের দাবি জানান।