ফরিদগঞ্জে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ বিশেষ প্রয়োজনে বর্ষণের কারণে বের হতে পারছেনা। বিশেষ করে নিন্ম আয়ের খেঁটে খাওয়া মানুষ কাজে বের হতে না পেরে বেকায়দায় পড়েছে।

পরিবার ও সন্তানদের নিয়ে নিরুপায় হয়ে পড়েছে। অট্রো রিক্সা, ভ্যান, রিক্সা চালকরা লকডাউনের কারণে এমনিতেই বের হওয়ার উপর নিষেজ্ঞা থাকায় মরার উপর খাড়া পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার ধানের সাথে মাছ চাষ প্রজেক্টগুলো ভেসে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।এ উপজেলায় প্রায় এ ধরণের শতাধীক প্রজেক্ট রয়েছে। প্রতিটি প্রজেক্টে কয়েক কোটি টাকা মৎস্য চাষে বিনিয়োগ করা হয়েছে।

মৎস্য চাষীদের মধ্যে মোঃ আবু হানিফ, আঃ রব, স্বপনসহ অনেকেই জানান, আমরা কয়েক কোটি টাকা আমাদের প্রজেক্টে মৎস্য চাষে বিনিয়োগ করেছি। এ বৎসর এমনিতেই খদ্যের দাম বেশী , মাছের দাম কম । অপরদিকে করোনা মহামারীর কারণে মাছ বাজার গুলোতে নিতেও অনেক অসুবিধা হচ্ছে। এরই মাঝে টানা বৃষ্টিতে প্রজেক্টগুলো কানায় কানায় পানিতে ভরে গেছে। চার পাশে জাল দিয়ে চেষ্টা করলেও পানি বৃদ্ধি পেলে আমাদের মাছগুলো ভেসে যাবে এ আশংকায় আমরা নির্ঘুম রাত কাঁটাতে হচ্ছে। নদীর বিভিন্ন অংশে বদ্ধ জলাশয়, বোর ফিড, চঞ্চালে ধান ক্ষেতে মাছ চাষসহ শত শত প্রজেক্টের একই হাল বলে জানান তারা।

এ উপজেলাটি ধান ও মাছ চাষে বেশ ভালোই করে আসছে। ধান ও মাছের স্থানীয় চাহিদা পুরুণ করে অন্যত্র রপ্তানি করা হয়ে থাকে।

মৎস্য চাষী ও সবজি চাষীরা জানান, সিআইপি বেড়ি বাঁধের ভিতরের অংশের পানি কমানোর জোর দাবী জানান। নচেৎ মাছ ও সবজী চাষে বড় ধরণের লোকশান গুনতে হবে। টানা বর্ষণ অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।