দোহার উপজেলা আওয়ামী যুবলীগের মানবিক টিমকে’স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে করোনাকালীন করোনা ভাইরাসে আক্রান্তে মৃত ব্যক্তির দাফন-কাফন, সৎকার ও সংক্রমণ রোধে উপজেলা যুবলীগের ‘মানবিক টিমকে’ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনে জানান, ‘মানবিক টিমে’ যারা কাজ করবেন তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্রাস দিয়েছেন ঢাকা-১ আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের হাতে করোনা ভাইরাসে আক্রান্তে মৃত ব্যক্তির দাফন-কাফন, সৎকার ও সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে চশমা, হ্যান্ড স্যানিটাইজেশন, পি.পি.ই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক তুলে দেন।

করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে সহযোগিতা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
এসময়ে উপস্থিত ছিলেন- সরকারি পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ রহিম, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক সজল আশরাফ খান প্রমুখ।