হাজীগঞ্জে ১ মাসে ৯ ড্রেজার জব্দ ৭ লাখ টাকা জরিমানা

মো. মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে কৃষি জমি রক্ষায় অবৈধভাবে ড্রেজিং করে ফসলি জমি ধ্বংস করার অপরাধে
বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোটের মাধ্যমে ১ মাসে ৯ টি ড্রেজার জব্দ ও ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা মহামারিতে সংক্রমণ রোধে কাজ কারার পরেও কৃষকদের কৃষি জমি রক্ষায় সারামাস জুড়ে ধাপড়ে বেড়িয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজেস্ট্রেট মোমেনা আক্তার। চালিয়েছেন একের পর এক অভিযান করেছেন জরিমানা ও ড্রেজার জব্দ।

জুলাই মাসের প্রথম অভিযানে রাজারগাঁও মাঠে ড্রেজার মালিক মো. মিজানুর রহমান ওরফে কেরফা মিজানকে ৫০ হাজার টাকা, এরপর ৭ জুলাই পূর্ব হাঁটিলা ইউনিয়নের বলিয়া গ্রামের শরিফুল ইসলাম এবং জমির মালিক মো.সেলিমকে ৫০ হাজার টাকা, ১৩ জুলাই পৌরসভার বদরপুর এলাকায় খন্দকার আরিফকে ৫০ হাজার টাকা, ১৪ জুলাই উত্তর গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের মো.আবদুল্লাহ আল নোমানকে ৫০ হাজার টাকা, ১৫ জুলাই ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ এলাকার মো.ফরহাদ হোসেন মজুমদার ও জমির মালিক মর্জিনা আক্তার কে ১ লক্ষ টাকা, ১৮ জুলাই কালচোঁ উত্তর ইউনিয়নের খোদাই বিল এলাকায় নোমান মিজি ও স্বপন মজুমদারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ১৯ জুলাই পূর্ব হাঁটিলা ইউনিয়নের বেলঘর এলাকার এমরান মৃধাকে ৫০ হাজার টাকা, ৩০ জুলাই ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের দিগচাইল এলাকার আলমগীর হোসেন কে ১ লক্ষ টাকা, ৩১ জুলাই দেশগাঁ এলাকায় আবদুল আজিজকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৯ টা ড্রেজার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, কৃষকদের ক্ষতিকর নিষিদ্ধ ড্রেজিং চালিয়ে অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না, কৃষি জমি ধ্বংস করে যেখানে অবৈধভাবে ড্রেজার চালাবে সেখানেই আমাদের অভিযান চলবে।