ক্ষুদীরাম দাসের কবিতা : এটাই তো ভালোবাসা

পড়ন্ত বিকেলে বৃষ্টির শব্দ আমার ভালো লাগে,
নদীর তীরে কাঁশফুলের ছোঁয়ায় প্রেম জাগে,
হৃদয়ে আমার
আমি যে তোমার,
আর তোমার এলো চুলের দোলনায়,
আমার হৃদয়ে বসন্ত প্রেম জাগায়।

 

আমার নিঃসঙ্গতা ভেঙ্গেছো তুমি
আমার ঘুমন্ত শিহরণ জাগিয়েছো তুমি,
আমার স্বপ্ন তুমি,
তোমার স্বপ্ন আমি,
ছিলাম প্রেমহীন দীর্ঘসময় অন্ধকারে
প্রেম শিকলে বেঁধেছি তোমারে,
মজেছি প্রেমের মায়ায়,
তুমি আছো আমার ছায়ায়,
তুমি তো নদীর চেয়ে সুন্দর,
আমায় পড়বে কি নিরন্তর,
যদি ভেসে চলে বৈশাখী হওয়া,
জানি তবুও তোমার হবে না যাওয়া।

 

জীবনে আসবে জোয়ার-ভাটা,
সইবো সবই বিষাক্ত কাঁটা,
সবই ভালোবাসার টানে,
তুমি যে আমার মনে প্রাণে,
এটাই তো ভালোবাসা,
এমনই তো সব মানুষের আশা।