শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। বৈষ্যিক মহামারী করোনার কারনে যখন বিশে^র সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে গেছে। তখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একে পর এক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।

শেখ হাসিনার উন্নয়ন কর্মযজ্ঞ দেখে গোটা বিশ^ অবাক হয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আজ আমরা বিদেশী রাষ্ট্রকে ঋন দিতে শুরু করেছি। ভূমিহীন গৃহহীনদের ঘর দিয়ে প্রধানমন্ত্রী মানুষের আরো একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। অদুর ভবিষ্যতে আমরা দেশের সব অভাব অভিযোগ দুর করতে সক্ষম হব ইনশাল্লাহ।

তিনি রোববার দুপুরে স্বরূপকাঠিতে পিরোজপুর জেলা পরিষদের চার তলা বিশিষ্ট ডাকবাংলো নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের এক সমাবেশে এসব কথা বলেন। জগৎপট্টি গ্রামের ডাকবাংলোর জন্য নির্ধারিত স্থানে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়। মন্ত্রী তার বক্তৃতায় গত আড়াই বছরের তার নির্বাচনী এলাকায় বাস্তবায়িত বিভিন্ন কাজের ফিরিস্তি তুলে ধরেন।

তিনি বলেন, মানুষের ৫ টি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান বিপিএম, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সাবেক উপজেলা চেযারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, আল আমিন পারভেজ, মিঠুর হালদার, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম, মিঠুর আচার্য্য অনুজ প্রমুখ।

সব শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফাত আলী।