এ কেমন নিষ্ঠুরতা? রাতের আঁধারে চাষির করলা গাছের গোড়া কেটে দিলো দুর্বৃত্তরা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে রাতের আঁধারে মোঃ তেজ্জাকারুল ইসলামের তিন একর জমির করলার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মোঃ তেজ্জাকারুল ইসলাম আটোয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা এলাকার মোঃ তেজ্জাকারুল ইসলাম মির্জাপুর পাটশেরী এলাকায় ৩ একর জমি বর্গা নিয়ে করলার চাষ করেন। গত বুধবার গভীর রাতে কে বা কারা রাতের আঁধারে সমস্ত করলা গাছের গোড়া কেটে দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার

করলা চাষি মোঃ তেজাক্কারুল ইসলাম বলেন, তিন একর জমির করলার ক্ষেত থেকে আমি প্রায় ৬-৭ লক্ষ টাকার করলা বিক্রি করতে পারতাম। কিন্তু দুর্বৃত্তরা আমার করলার গাছ কেটে ফেলে সর্বস্বান্ত করে পথে বসিয়াছে। আমি এ ঘটনায় আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আমি আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দুর্বৃত্তদের আইনের আওতায় আনবে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ক্ষতিগ্রস্থ ব্যাক্তি থানায় সাধারণ ডায়রি করেছে। আমি তদন্তের জন্য অফিসার পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।