কুমিল্লায় ৩ ভেজাল খাদ্য উৎপাদনকারী কারখানায় জরিমানা, ১টি সিলগালা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ০৮ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা জেলার দেবিদ্বার এবং কুমিল্লা সদরের তিনটি প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাব-১১”র সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে দেবিদ্বারের “আশিয়ান ফুডস প্রোডাক্টস”কে দুই লাখ এবং “এশিয়ানকে দুই লাখ টাকা এবং কুমিল্লার “ভাই ভাই ফুড এন্ড কোং” কে দশ হাজার টাকাসহ মোট চার লাখ দশ হাজার টাকা জরিমানা করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল।

উক্ত অভিযানে “আশিয়ান ফুডস প্রোডাক্টস” কারখানাটি সিলগালা করা হয়।

“আশিয়ান ফুডস প্রোডাক্টস” ও “এশিয়ান ফুডস” কারখানা দু টি দীর্ঘদিন যাবৎ বিএসটিআই এর অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল জুস, মধু, ভিনেগার, আচার, বেকিং পাউডারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল এবং “ভাই ভাই ফুড এন্ড কোং” কারখানায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চানাচুর ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?