ডুবে যাওয়া ট্রলারের ইঞ্জিনরুমেই সন্ধান মিললো নিখোঁজ জেলের মরদেহ

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) থেকে :
অবশেষে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া মনপুরার গিয়াস উদ্দিন মাঝির ট্রলারটি লাইটার কার্গো জাহাজের ধাক্কায় সাগরে ডুবে যায়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডুবে যাওয়া ট্রলারটি হাতিয়ার ভাসান চর সংলগ্ন মেঘনা নদী থেকে অর্ধডুবন্ত অবস্থায় হাতিয়ার জেলেরা উদ্ধার করে। অবশেষে উদ্ধার করা ট্রলারের ইঞ্জিন রুমেই মিললো নিখোঁজ জেলে মিজান মিস্ত্রীর (৩৬) মরদেহ। খবর পেয়ে পরিবারের লোকজন স্পীডবোট যোগে মরদেহ মনপুরায় নিয়ে আসে। মৃত মিজান মিস্ত্রী উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর ফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ ও মৃত মিজানের পরিবার।

শুক্রবার (২৪ সেপ্টম্বর) রাতে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এবং দুই জেলের মরদেহ উদ্ধার করা হয় সাগর থেকে। জেলেদের মধ্যে ১ জেলে নিখোঁজ ছিলো।

এদিকে শুক্রবার সন্ধ্যায় মৃত দুই জেলে মোঃ রুবেল (২৮) ও মোঃ মাহাবুব (৩৮) এর মরদেহ মনপুরায় নিয়ে আসা হয়। কোন প্রকার অভিযোগ না থাকায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ প্রিয় সময়কে জানান, বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের মরদেহ গতকাল (শুক্রবার) উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার ট্রলার উদ্ধারের পর নিখোঁজ এক জেলের মরদেহ ট্রলারের ইঞ্জিনরুম থেকে উদ্ধার করা হয়। তিন জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?