মানুষ : ক্ষুদীরাম দাস

যে পাখির বাসা নেই
মন ভাঙ্গার কথা নয়,
যে পাখির ভাঙ্গা বাসা
মনটা তার ভেঙ্গে রয়।

মানুষও তো তেমনি রে ভাই
যার আছে সে হারায়,
চিরদিন যার হাত শূন্য রয়েছে
হারাবার কিছু তো নাই।

আবার যে পাখীটার ডানা নেই
উড়িতে সে পারে না,
আবার ডানা আছে, ভাঙ্গা ডানা
দুঃখ সবার অজানা।

মানুষও তেমনি রে ভাই
দুঃখির চোখে তাকাও,
সুখ নাকি তার দুঃখ আছে
কী খুঁজে তুমি পাও।

মানুষ হয়ে যদি মানুষের তরে
সুখ বিলাতে নাহি পারি,
তবে দুঃখির দুঃখ বুঝবো কেমনে
মানুষ তবে কী করি?