প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৫নং রামপুর ইউনিয়নে টিকা প্রদান

গাজী মোঃ মহসিন  :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সরকার ঘোষিত সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে করোনা টিকা পেল সাধারণ মানুষ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন করেন রামপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ মাহবুবু আলম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতায় উক্ত টিকাদান কর্মসূচি পর্যবেক্ষণ করেন ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহ আলম হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম শরীফ।

এ দিনে সরকার ঘোষিত ১ হাজার ৫’শ টিকা প্রদানের পরও অতিরিক্ত মানুষের আগমন হওয়ায় আরো ৫’শ অতিরিক্ত মানুষকে এ টিকা প্রদান করা হয়। এদের মধ্যে ৭৫৬ জন পুরুষ ও ১২৪৪ জন মহিলা সহ সর্বমোট ২ হাজার জনের মাঝে এ টিকা প্রদান করা হয়। টিকাদানের দায়িত্বে ৬ জন নারী-পুরুষ সহ ৯ জন স্বেচ্ছাসেবক কাজ করেন। উক্ত কর্মসূচিতে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা।

টিকাদান কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”। “ভ্যাকসিন নিয়ে কোন সমালোচনা চাই না। বাংলাদেশ সরকার মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দিচ্ছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?