ময়লা অপসারণ না করায় দুর্গন্ধে শিক্ষক দম্পতি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত 

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জ পৌরসভার ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা সঠিকভাবে না করায় বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়তে শুরু করেছে।

পৌরসভা যেখানে সেখানে ময়লা ফেলছে। তাছাড়া নির্ধারিত ডাস্টবিনগুলোতে দীর্ঘদিন ময়লা পড়ে থাকায় পঁচে-গলে দুর্গন্ধ ছড়িয়ে নানা রোগের প্রাদুর্বাভাব দেখা দিয়েছে। জ্বর, হাঁচি-কাশি , শ্বাসকষ্ট ইত্যাদি।

ময়লা ফেলা হচ্ছে, থানা গেইটের পাশে, ফেলা হচ্ছে , মৎস্য অফিসের সামনে, ফেলা হচ্ছে , ওয়াপদায় ডাস্টবিনে। এভাবেই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে।

পৌরসভার তিনটি পিকআপ গাড়ি রয়েছে। গাড়ীগুলো ময়লা অপসারণ না করে ভাড়া দিয়ে অর্থ নেওয়া হচ্ছে। অনেকে আবার প্রশ্ন তোলছেন ময়লা অপসারণ না করে ভাড়া দেওয়া গাড়ীগুলোর অর্থ সঠিক ভাবে রাজস্ব খাতে যাচ্ছেতো? পকেটে আর পেটে চলে যায়নিতো?

ওয়াপদায় অপরিকল্পিত ডাস্টবিন নির্মাণ করা ও নিয়মিত ময়লা অপসারণ না করার কারণে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ইংরেজী শিক্ষক রাধেশ্বাম কুঁড়ি জানায়, আমাদের বাসার পাশেই একটি ডাস্টবিন দেওয়া হয়েছে। সে ডাস্টবিন থেকে দীর্ঘদিন যাবৎ ময়লা অপসারণ না হওয়ায় দুর্গন্ধে আমি শ্বাস কষ্টজনিত রোগে ভূগছি।

এ বিষয়ে পৌরমেয়র মো. আবুল খায়ের পাটওয়ারীর বক্তব্য মুঠোফোনে নিতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করে আর কোনও কথা বলেননি।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা