দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থল বন্দর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

১০ অক্টোবর (রবিবার) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দেশের আমদানি-রফতানি কারক ও ব্যবসায়ীদের যৌথ উদ্দ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১৭ অক্টোবর সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ