দোহারে অবৈধকারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত মা ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় মা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল মজুদদারদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ মন মা ইলিশ মাছ জব্দ করেছে দোহার উপজেলা প্রশাসন ও কুতুপুর নৌ-পুলিশ।

জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে আটককৃত ৫ জনকে ১ বছরের কারাদণ্ড, ২ জন ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং পলাতক ২ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।

শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দোহার উপজেলা প্রশাসন পদ্মা নদী তীরবর্তী মধুরচর ও কাজীরচর এলাকায় মা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল মজুদদারদের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময়ে প্রায় ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ মন মা ইলিশ মাছ জব্দ করেছে দোহার উপজেলা প্রশাসন ও কুতুপুর নৌ-পুলিশ। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে আটককৃত ৫ জনকে ১ বছরের কারাদণ্ড, ২ জন ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং পলাতক ২ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার, দোহার নৌ-পুলিশ, থানা পুলিশ ও র‍্যাব-১১ এ অভিযানে সহযোগিতা করেন।

দোহার উপজেলা নির্বাহী অফিসার বলেন, মা ইলিশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়