চান্দিনায় অস্ত্রের মুখে দুই বাসায় ডাকাতি

টি.আর দিদার, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় বেড়েছে গৃহডাকাতি। উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এক মাসের মধ্যে দুই বাসায় ডাকাতি সংগঠিত হয়েছে।

সর্ব শেষে শনিবার (২৩ অক্টোবর) দিনগত রাতে পল্লী বিদ্যুৎ রোডের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ এর বাসায় ডাকাতি করে ডাকাতদল। এসময় ডাকাতদল ঘরের তালা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় সর্বস্ব।

গৃহকর্তা আবুল কালাম আজাদ জানান, সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুবাদে আমার বাসায় স্ত্রী ও একমাত্র মেয়ে ছিল। আমার অপর ইউনিটে এক নারী ভাড়াটিয়া রয়েছেন।

শনিবার দিনগত রাত ৩টায় ডাকাতদল আমার কলাপসিবল গেইটের তালা ও ঘরের ভিতরের দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন লুটে নেয়। পরে আমার স্ত্রীকে সাথে নিয়ে পাশ্ববর্তী ভাড়াটিয়ার দরজা খোলায়। ওই ভাড়াটিয়াকেও মারধর করে নগদ টাকা লুটে নেয় ডাকাতদল।

খবর পেয়ে রবিবার সকালে আমি বাসায় এসে পুলিশে সংবাদ দেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনা শুনে অফিসার পাঠিয়েছি। তদন্ত চলছে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়