হাজীগঞ্জ পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ও পূজামন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন

মো. মজিবুর রহমান রনি:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুলিশ – জনতা সংঘর্ষে নিহত ও পূজামন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম।

তিনি ৩০ আক্টোবর ( শনিবার) সকালে হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী জিউর আখড়া ও মকিমাবাদ সেবাশ্রম ও মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সেবাশ্রমে তিনি হিন্দু নেতাদের বলেন,গত ১৩ তারিখ ঘটে যাওয়া ঘটনা আমাদের কাহারও কাম্য ছিলনা, যে বা যাহারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইন-শৃংখলা বাহিনীর সকল সেক্টর কাজ করে যাচ্ছি। অভিযুক্তদের কাইকে আমরা চিনিনা আপনারা তাদেরকে চিনেন আপনারা দেখেছেন আর তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে । আর যেন এ ঘটনার পুন:আবৃতি না ঘটে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে ।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

এ সময় উপস্থিত ছিলেন-এডিশনাল এসপি জালাল উদ্দীন সিআইডি, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ পিপিএম, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, এসআই মোশাররফ হোসেন,এসআই জয়নাল আবেদীন,এসআই আলিম,এসআই ইউনুছসহ থানার অন্যান্য কর্মকর্তা, সিআইডি ওসি ওবায়দুল হক চাঁদপুর এবং শ্রী শ্রী জিউর আখড়া ও মকিমাবাদ সেবাশ্রম ও মন্দিরের কমিটির নেতৃবৃন্দ ।