মতলবে আইসক্রীমে ক্ষতিকর দ্রব্য মিশ্রণ, ৩০ হাজার টাকা জরিমানা

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধিঃ

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের বিসমিল্লাহ/মদিনা/রুচি আইসক্রীম ফ্যাক্টরীর মালিক শাহ আলম প্রধান এর ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২ নভেম্বর মঙ্গলবার বিকেলে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।

জানা যায়, আইসক্রীমে ক্ষতিকর রং দ্রব্যের মিশ্রণ, মেয়াদ্ত্তোীর্ণ রং এবং ঢাকার বিভিন্ন কোম্পানীর আইসক্রীমের লেবেল যেমন হাই স্প্রিড, রোবট ও পোলারের লোগো যুক্ত লেবেল পাওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এস.আই কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এবং নারায়ণপুর বাজার বণিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।