দেখা না হওয়ার প্রার্থনা : অশোক কুমার রায়

তোমার সাথে আমার দেখা হোক
কাক ডাকা ভোরে, ঘন কুয়াশা মুড়ি দিয়ে
শীতের মধ্যে উত্তাপ ছড়িয়ে
তুমি আমার সামনে আস,এ আমার প্রার্থনা!

অল্প একটু আলো ছড়িয়ে
তীব্র শীতে আমায়
তুমি ভালবাস তোমার উত্তাপে
এটা যেন আমি ক্ষণে ক্ষণে ভেবেছি!

তপ্ত দুপুরে ক্লান্ত দেহে
যখন আমি কস্ট অনুভব করি
আমার সাথে তোমার দেখা হোক
এটা আমি স্বপ্নে ভাবি!

পড়ন্ত বিকেলে অবসন্ন দেহ
যখন আমায় ক্লান্ত করে
মনের মধ্যে ঝড় ওঠে
একটা অনিশ্চিত রাত্রের কথা ভেবে
তখন তুমি আমার পাশে থাকবে
এটা আমি বিশ্বাস করি!

সারাদিনের ব্যস্ততার শেষে
একা বেকার রাত্রি আমার
চেপে ধরে একাকীত্বের বেদনায়
তখন তুমি আমার সামনে আস
আমার একাকীত্ব ঘুচাতে!

আমি স্বত্বির নিশ্বাস ফেলি
আর ভাবি তুমি তো আমার সামনেই আছ
বন্ধুত্বের পরম আদরে যতনে
বুকের মধ্যে সে বিশ্বাস নিয়ে চলি
সেটাই আমি লালন করেছি
তোমাকে ভালবেসে স্বরণ করে

তাই,ে তোমার সাথে আমার দেখা হোক
বইমেলায়, রবীন্দ্র সদনে, শিল্পকলায়
না হোক, বৈশাখী মেলায় বা গ্রাম্য কোন এক আড়ং এ
এটাই আমি ভেবেছি সব সময় মনে মনে
বিশ্বাস কর, এটাই আমার স্বপ্ন ছিল!

বিশ্বাস ছিল তুমি আমায় ভালবাস
তোমাকে একবার দেখার জন্য
সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করেছি।
কিন্তু আজ, আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি
কোন দিন কোন জন্মে যেন
আমার সাথে তোমার দেখা না হয়!

যার মধ্যে আমার জন্য ভালবাসার বদলে ঘৃণা জমে আছে
আর যাইহোক, তার সাথে দেখা না হওয়াই ভাল
তোমার চোখে আমার প্রতি যে ঘৃণা
তা আমার সহ্য হবে না!

ভালবাসার বিপরীতে অতটা ঘৃণা তৈরী হয়
যা সহ্য করার ক্ষমতা আমার নেই।
তাইতো ঈশ্বরের কাছে বিনীত প্রার্থনা
আর যেন দেখা না হয়
এ জীবনে তোমার আমার!!