চান্দিনায় বেতন ভাতার দাবিতে জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি : ২৪ নভেম্বর ২০২১
কুমিল্লায় বেতন ভাতার দাবীতে চান্দিনার বেলাশ্বর এলাকায় জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ করেছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চান্দিনায় অবস্থিত ডেনিম প্রসেসিং লিমিটেট নামে জুট মিলের শ্রমিকরা বিক্ষোভ অবরোধ শুরু করে ।

শ্রমিকরা তাদের তিন মাসের বেতনের দাবিতে বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় জড়ো হয়। এসময় তারা মহাসড়ক অবরোধ করেন।

হাইওয়ের ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ‘ডেনিম’ নামে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।