ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার জুড়ে যানজট

কুমিল্লা প্রতিনিধি : ২৪ নভেম্বর ২০২১
কুমিল্লায় চান্দিনার বেলাশ্বর এলাকায় জুট মিলের শ্রমিকদের বিক্ষোভের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

চান্দিনায় অবস্থিত ডেনিম প্রসেসিং লিমিটেট নামে জুট মিলের শ্রমিকরা আজ সকালে বিক্ষোভ অবরোধ শুরু করে । এর ফলে মহাসড়কের উভয় পাশে অন্ততঃ ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় জড়ো হয়। এসময় তারা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কের অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়।

টানা তিন ঘণ্টারও বেশি সময়েল এই যানজটে আটকা পডে বাস-ট্রাক, কাভার্ডভ্যানসহ হাজার হাজার গণপরিবহন। যাত্রীবাহী বাসে আটকে পড়া যাত্রীরা সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়ছেন।

হাইওয়ের ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।