কালুখালীতে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

শাকিল আদনান, রাজবাড়ী: কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদের ৫টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং ২টি তে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।

উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাচিনা পারভীন নিলুফা নৌকা প্রাতীকে ১০৬৮৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মন্ডল আনারস প্রতীকে ৬৭৪৯ ভোট পান। ২নং কালিকাপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী আতিউর রহমান নবাব বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩নং বোয়ালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬৭৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী মোছাঃ হালিমা বেগম ৫৫৭৫ ভোট প্রাপ্ত হন। ৪নং মাজবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী কাজী শরিফুল ইসলাম ৬৬৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ হোসেন ৫২৮৪ ভোট প্রাপ্ত হন। ৫নং মদাপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান (মজনু) মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬৯৫৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম মৃধা আনারস প্রতীক নিয়ে ৪৪১৫ ভোট প্রাপ্ত হন এখানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী এবিএম রোকনুজ্জামান ২৭৫ ভোট পেয়েছেন। ৬নং মৃগী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী এম.এ মতিন ৬৮৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী সরদার হাসিবুল হক (তুহিন) মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭৬৫ ভোট প্রাপ্ত হন এছাড়াও ৭নং সাওরাইল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম আলী ৮৭০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম সরোয়ার (ঠান্ডু) ৭১১১ ভোট প্রাপ্ত হন।

ভোট গ্রহণ শেষে রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম, রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান এবং রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ।