ঠিকানার সন্ধানে : ক্ষুদীরাম দাস

আমি, সে অথবা তারা
আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত
স্বপ্নেরা উড়ে গেছে বাস্তবতা না সাজিয়ে
তবুও সুখের ঠিকানার সন্ধানে
ছুটে চলা অবিরত!

স্বপ্ন নিয়ে ভেসে চলা টাইটানিক
হঠাৎই বিধ্বস্ত যেমন!
তেমনি মুছে গেছে
মানুষের আন্তরিকতার সব স্মৃতিচিহ্ন।

কারো কারো উদ্দেশ্যহীন পথচলা
নিরাশার আঁধারের ছায়া মনের ভেতর
স্বপ্নের ভিত্তিবীজ নড়বড়ে এখন,
তবুও হাসির আড়ালে গায় বিষাদ গীতি।

উনিশে পা রাখা বেকার যুবক ধ্যানমগ্ন গান শুনে,
‘সুখেরই পৃথিবী-সুখেরই অভিনয়,
যতই আড়ালে রাখ-আসলে কেউ সুখী নয়।’
ভোর হতেই ঠিকানার সন্ধানে ছুটে যায় সে।

তাহলে আমি শেকড়ের কাছে যাবো
স্বপ্নের ঠিকানার খোঁজে অজানার পথে?

ভোরের শিশির ভেজা কচি ঘাসগুলো,
মুক্তোর মতো চকচক করে,
ঠিকানার সন্ধানে, সুখের ঠিকানা!