স্বরূপকাঠিতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে জনজীবন বিপর্যস্ত

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি ::
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত রবিবার বিকেল থেকে স্বরূপকাঠিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দুই দিনের অব্যাহত বৃষ্টিপাতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উ

পজেলার নদ নদী ও খাল বিলে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিনফুট পানি বৃদ্ধি পেয়েছে। অব্যাহত বৃস্টি পাতের কারনে আমন ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

বিভিন্ন এলাকার মাঠের নিচুঁ জমি পানিতে তলিয়ে যাওয়ার কারনে ক্ষেতের ধান শুয়ে পড়ে নস্ট হওয়ার পাশাপাশি খড় কুটোও নস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান একাধিক কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ জানান এ বছর ৬ হাজার দুইশ‘ ১০হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। নিচুঁ জমিতে বেশীদিন পানি আটকে থাকলে ফলন হওয়া ধানের কিছুটা নস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবি শস্যের বেশ ক্ষতি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।