প্রত্যহ জীবন : অশোক কুমার রায়

তোমার চুড়ির রিনঝিন শব্দে
আমার ঘুম ভাঙ্গে প্রত্যহ
পর্দার আলো ভেদ করে
সূর্য্যরে রক্তিম আভা আসার পূর্বেই
তুমি এক স্বর্গীয় সকাল উপহার দাও আমায়।

চোখ মেলে দেখি
এক অপরুপ রুপে তোমাকে
ঠাহর হয়না তুমি দেবী না মানবী
কপালে লাল রক্তাভ সিঁদুরের টিপ
মুখে স্বিগ্ধ হাসি
হাতে এক পেয়ালা গরম চা
আহা একি জীবন আমার
স্বর্গের চেয়েও সুখ।।

স্বর্গ বলতে কি
সে তো তার বর্ণনা মাত্র
শুধু গল্প কল্পনায় পাওয়া যায়
কিন্তু আমার কাছে এই ছোট্ট সকালের
ছোট্ট গল্পটুকু স্বর্গেও চেয়েও কম কিছু নয়
আহা কি সুখী আমি
জীবনের এ অনন্ত যাত্রায়।

এ জীবনের অনন্ত যাত্রায়
শেষ পর্যন্ত তোমাকেই চাই
সুখে দুঃখে পাশে থেক
সব সময়-
জীবনে মোর এই প্রার্থনাই!!