চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

কবির হোসেন মিজি, নিজস্ব প্রতিবেদক :: চাঁদপুরের হরিনা শরীয়তপুর ফেরিঘাটে আলুর বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ইউসুফ আলী (১৮) শাহাদাত হোসেন (১৯)গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে আলু বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দুজনের বাড়ি কুমিল্লা সদর এলাকায়। তারা হরিনা ফেরি ঘাট দিয়ে গাঁজা পাচারের সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক বিরোধী কর্মকাণ্ডে জড়িতরা দেশের যুব সমাজ ধ্বংসের প্রধান শত্রু তাই এর সাথে জড়িতদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

You might like