সুখের সন্ধানে : ক্ষুদীরাম দাস

যদি তুমি পাহাড়কে সুখের কথা বল
তবে সে উদারতার মাঝে সুখ দেখাবে।
যদি সাগরের কাছে সুখের ঠিকানা খোঁজ
তবে দু:খ ভুলিয়ে সুখ পাবে।

সুখের সন্ধানে আমি তোমার চোখ দেখেছি
পাহাড়ের সৌন্দর্য খুঁজেছি,
সাগরের বিশালতা পেয়েছি,
ইচ্ছে হলো, অতলেই তলিয়ে যাই যেন
তোমার আমার দূরত্ব
আর বিষাদের ঢেউ যেন খেলা করে নিত্য
আর আমার বুকের গভীরে
তোমাকে খুঁজে পাই
যখন দু:খগুলো ভেসে উঠে।

মাঝে মাঝে ইচ্ছে হয়
চৈত্রের কাঠফাঁটা রোদে পুড়ে ছাই হয়ে যাই
এতে যদি দু:খ ভুলে থাকা যায়, তাই।
অথচ বর্ষার মতো তুমি এসে ভিজিয়ে দেও আমায়
আমি সুখের সন্ধানে
পা ভিজিয়ে দিই তোমার সাগরে
তৃষ্ণা মিটবে বলে
ভালোবেসে যেও না চলে।