একা : যুবক অনার্য

সে – শুয়ে আছে
একা
অন্তরঙ্গ জোছনার মধ্যেও
ব্যাধি ছিলো কোনো
তবে কি অন্ধকারই ভালো
হবে
হয়তো হবে
একদিন এই পৃথিবীতে
নেমে আসা অন্ধকার
জড়িয়ে ধরবে জোছনার কারুকাজ
এই যে আমি
কিংবা সে
যে একা আছে শুয়ে
তার করতলে কিছু সুখ
আঁকা আছে
দুঃখ বোনা আছে কিছু কিছু
তবে তো ভারী এক কাব্যকথাই হলো
যে- এই যে শুয়ে থাকা
একা একা একা
জোছনা
অন্ধকার
করতল
সবকিছু হৃদয়ে গেঁথে নিয়ে
কেউ তো একজন কবি হবে
হবেই
সুন্দরতম এক নিয়তিকে তার
বিভৎসভাবে হারিয়ে
একদিন
সে
একা একা একা