নাসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামী ৯ ফেব্রুয়ারী

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট :

আগামী ৯ ফেব্রুয়ারি ভার্র্চুয়ালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও ৩৬ জন কাউন্সিলরদের শপথ গ্রহণ। এর মধ্যে দিয়েই আগামী ৫ বছরের জন্য তারা দায়িত্ব গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী কার্য্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদার চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায় গণভন এবং ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্র্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি শপথ গ্রহণ। ভার্চুয়ালী শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গ গত ১৬ জানুয়ারি ইভিএম মেশিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র নির্বাচিত হন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও ১৪জন পুরাতন সহ ১৩জন নতুন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হন। আর ১জন নতুন সহ ৮জন পুরাতন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।’