রাজবাড়ী‌তে জোড়া খুন মামলাল রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :;  ৯ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৪০
রাজবাড়ী‌তে জোড়া খুন মামলার রহস‌্য উদঘাট‌নের পাশাপা‌শি ইজিবাইক চোরচ‌ক্রের ৫ সদস‌্যকে গ্রেপ্তার ও লু‌ষ্ঠিত ইজিবাইক উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার বেলা সা‌ড়ে ১১টার রাজবাড়ী পু‌লিশ সুপার কার্যাল‌য়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ‌্য জানান পু‌লিশ সুপার এম এম শা‌কিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন মো. আশিক ওর‌ফে আকাশ মাদবর, মো. র‌বিন হো‌সেন, মো. নিজাম উ‌দ্দিন ওর‌ফে সালমান, মো. আকরাম হো‌সেন, মো. সাদ্দাম হো‌সেন।

রাজবাড়ীর পু‌লিশ সুপার এম এম শা‌কিলুজ্জামান বলেন, চল‌তি বছ‌রের ২৬ জানুয়ারি জেলার গোয়ালন্দ ও কালুখালী উপ‌জেলায় পৃথকভা‌বে দুই ব‌্যা‌ক্তি‌কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

পরবর্তী‌তে চি‌কিৎসাধীন অবস্থায় ওই দুই ব‌্যা‌ক্তি মৃত‌্যুবরণ ক‌রেন। পরে পৃথক দুটি মামলা হয়। মামলার প্রেক্ষি‌তে পু‌লিশ তথ‌্য-প্রযু‌ক্তির সাহা‌য্যে নি‌য়ে ঢাকা জেলা ও সি‌টি ক‌রপো‌রেশন এলাকা থে‌কে তিনজন এবং পাবনা থে‌কে দুজন‌কে গ্রেপ্তার ক‌রে। চক্রটির সদ‌স‌্যরা ভ্রাম‌্যমাণ চা বি‌ক্রেতা হ‌য়ে চালক‌দের অজ্ঞানের কাজ‌টি ক‌রে ইজিবাইক নি‌য়ে পা‌লিয়ে যায়। এবং অন্যত্র বি‌ক্রি ক‌রে। ওই মাত্রা‌তি‌রিক্ত ঘু‌মের ওষুধ সেব‌নের ফ‌লে কেউ কেউ মৃত‌্যুবরণ ক‌রে। এই সংঘবদ্ধ চক্রটি দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে বহু ধর‌নের অপরাধ ক‌রে আস‌ছে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপ‌স্থিত ছি‌লেন অতি‌রিক্ত পু‌লিশ সুপার মো. সালাউদ্দিন, অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মাঈনুদ্দিন চৌধুরী, ডিআইওয়ান সাঈদুর রহমান।