পঞ্চগড়ে ৪১ হাজার বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৪১,১৬০ পিস বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ‘সুখী’ ট্যাবলেটসহ আলী হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

আটোয়ারী থানার এসআই মোকারমের নেতৃত্বে বুধবার (৯ ফেব্রুয়ারী) রাত ২টায় মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বসত ঘরের খাটের নিচ হতে একটি কাপড়ে ব্যাগে থাকা ৪১,১৬০ পিস “সুখী” নামের বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি আলী হোসেন একজন মাদক ব্যবসায়ী। সে বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট গুলো গোপনে কমদামে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মচারীর নিকট হতে ক্রয় করে তা ইয়াবা ও হিরোইনের সাথে মিক্সড করে সেবনকারীদের নিকট বিক্রয় করে। তার বিরুদ্ধে পঞ্চগড় আদালতে আরো ৬টি মাদকের মামলা বিচারাধীন আছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদি হাসান জানান, আলী হোসেনের বিরুদ্ধে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।