কালুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

শাকিল আদনান, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এর আয়োজনে বুধবার দুপুর ২ঘটিকায় হাসপাতাল সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম এর সঞ্চালণায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা।

অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি আঃ আজিজ শিকদার (আকু) ও খামারী গোলাম মোস্তফা সহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকৃত স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারীরা ৫০ টি স্টল প্রদর্শন করে। তাদের মধ্যে বিজয় অর্জন করেন ১ম স্থানে গাভী খামারী মোঃ রুবেল মন্ডল, গবাদী পশুর ঔষুধ কোম্পানী টেকনো ঔষুধ কোম্পানী, ষাঁড় খামারী সেলিনা পারভীন, ২য় স্থান অর্জন করেন দুগ্ধজাত পণ্য (দই) মোঃ নিয়ামুল ইসলাম, ষাঁড় মোটাতাজাকরণ মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, সৌখিন মুরগী পালনে মোঃ জয়নুল ইসলাম, ৩য় স্থান অর্জন করেন শৌখিন কবুতর পালনকারী রাকিবুল ইসলাম, ছাগল পালনকারী রোজিনা খাতুন ও উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি ক্যাটাগরিতে আব্দুর রফিক খান কে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয়।