রায়পুরে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন করায় ৪ ড্রেজার মেশিন জব্দ

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুরে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে জব্দ করা হয়েছে উত্তোলনকৃত ২০ হাজার ঘনফুট বালু।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ ও এসিল্যান্ড রাসেল ইকবাল। রায়পুর থানার পুলিশ সদস্যরা এবং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ সহযোগিতা করেন।

ইউএনও অনজন দাশ জানান, ওই এলাকার খলিফা ব্রিজ সংলগ্ন স্থানের ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার যন্ত্র জব্দ করা হয়েছে।

এ ছাড়া ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে উত্তোলনকৃত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।