বিকল্প : অশোক কুমার রায়

সবার জীবনে একটা বিকল্প থাকে
কেউ স্বীকার করে,
কেউ আবার স্বীকার করে না
তুমি বলতো সত্য কিনা?

আমি যখন দখিনে কাজের জন্য যাই
তুমি আমার অপেক্ষায় প্রহর গুন
এটা যেমন সত্যি
তুমি বিকল্প কিছু অবলম্বন করে
সময় পার কর, এটাও সত্যি!

আমার অবর্তমানে তোমার শুন্যতা
পূরণ কর অন্য বিকল্প কিছু দিয়ে
আমি যদি বন্ধুত্বের কথা বলি
সে বন্ধুত্বও বেশি দিন থাকে কৈ
প্রয়োজন অপ্রয়োজনে বন্ধুত্ব হয়
আবার ভেঙ্গেও যায়।
বিকল্প একটা থেকেই যায়

আবার নিজেকে দাঁড় করাও
এক ও অন্যন্যা রুপে
অবলীলায় ভুলে যাও আমার কথা
অন্যকে নিয়ে কেটে যায় তোমার সময়
বিকল্প বন্ধু নিয়ে ভুলে যাও আমায়!

জীবনে কোন কিছু স্থায়ী নয়
সবই মায়া আর ধোঁকা
প্রেম বল বন্ধুত্ব বল
সবই সময়ের প্রয়োজনে
একে অপরের কাছে আসা, ভালবাসা
একটা শুন্যতা পূরণ করে মাত্র
বিকল্প কিছু দিয়ে
সবার জীবনে বিকল্প কিছু আছে ও থাকবে
তবে কিছু বোকা মানুষের বিকল্পহীন চলাও রয়েছে!!