চুর্ণবিচূর্ণ মনের অবস্থা!

ক্ষুদীরাম দাস :

এখন মানুষের হৃদয়ে প্রেম নেই,
কে বলে, কারা বলে?
চুর্ণবিচুর্ণ মনের অবস্থা!
তার বা তাদের মনের অবস্থা।

প্রেম এখন খান খান,
প্রেম এখন বুঝে না কেউ
প্রেমে লোভের শঙ্কা, স্বার্থের হাতছানি,
প্রেমে এখন দুষ্টতার বীজ,
প্রেমে এখন অভিনয়ের খেলা,
প্রেমে এখন ছলনা,
প্রেমে এখন পবিত্রতা নেই।
তাই চুর্ণবিচূর্ণ মনের অবস্থা!

প্রেমে এখন সন্দেহ, অবিশ^াস,
ঝড়েপড়া চোখের জল বলে-কাউকে ভালোবাসা যায় না।
প্রেম শুধু এখন আশ^াস দেয়,
প্রেম শুধু খেন অপমান করে
প্রেম শুধু এখন মিথ্যা আশ^াস দেয়,
প্রেমে এখন জীবন করে বিষাদময়!
তাই চুর্ণবিচূর্ণ মনের অবস্থা!